জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। গতকাল রওশন এরশাদের গুলশানের বাসভবন থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শুক্রবার এরশাদ মনোনীত পার্টির মুখপাত্র জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না। এরশাদের মনোনীত মুখপাত্র জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদার ছাড়া কারও বক্তব্য জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না_ জিএম কাদেরের এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে চুন্নু বলেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচনে যাচ্ছি।
এদিকে পার্টির যুগ্ম মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লিয়াকত হোসেন খোকা রওশন এরশাদের বাসভবন থেকে বেরিয়ে বলেন, এইচ এম এরশাদ আমাদের রাজনৈতিক পিতা এবং বেগম রওশন এরশাদ রাজনৈতিক মাতা। পিতা অসুস্থ থাকায় মাতা রওশন এরশাদের নির্দেশেই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।