আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচনে আসায় বিএনপিকে ধন্যবাদ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের মধ্যে হতাশা কাজ করছে। আর এ হতাশা কাটিয়ে ওঠার জন্য নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে কৌশল হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। তার পরও তারা উপজেলা নির্বাচনে আসায় তাদের ধন্যবাদ। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। সংসদ নির্বাচনে বিএনপির না আসার সমালোচনা করে মন্ত্রী বলেন, যে কোনো নির্বাচনের আগে, এমনকি নির্বাচনের দিন নির্বাচনকে তামাশার, কারচুপি হবে এসব অভিযোগ তাদের পুরনো। গাজীপুরের সিটি নির্বাচনের সময় নির্বাচনের দিন, দুপুরেও তারা বলেছিল এ নির্বাচন সঠিক হচ্ছে না, নির্বাচনে কারচুপি হবে। শেষ পর্যন্ত নির্বাচন সঠিকভাবে হয়েছে এবং তাদের প্রার্থীই জয়ী হয়েছেন। তিনি বলেন, সরকারের ১০০ দিনের কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে দেশের সড়ক-মহাসড়ক মেরামত করা এবং যানবাহন চলাচলের উপযোগী করা। ১০০ দিনের কর্মসূচির মধ্যে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ নয়, সরকারি জমি উদ্ধার করছি। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, বর্ষার আগেই মহাসড়কগুলোকে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। এর আগে যোগাযোগমন্ত্রী টঙ্গী চেরাগ আলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। এ সময় মহাসড়কের ওপর ময়লা-আবর্জনার স্তূপ দেখে তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থার জন্য গাজীপুরের মেয়রকে দায়ী করে বলেন, নগরীর দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত আমাদের টঙ্গী প্রতিনিধি জানান, মেয়রকে উদ্দেশ করে যোগাযোগমন্ত্রী মন্তব্য করেন, জনগণের ভোট নিয়ে নগরীর উন্নয়নে কাজ করতে হবে। এ সময় মেয়র আবদুল মান্নানকে ফোন করে মহাসড়কে এমন অবস্থার কারণ জানতে চান মন্ত্রী। তবে মেয়র তাকে কী উত্তর দিয়েছেন তা জানা যায়নি। যোগাযোগমন্ত্রী নগরীর যানজট এড়াতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে মহাসড়ক দিয়ে ইজিবাইক চলাচল বন্ধ করে শাখা রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.