আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জে চরের জমি নিয়ে সংঘর্ষ, নিহ

সীমান্তবর্তী জমির দখল ও ত্রাণসামগ্রী ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে সদর উপজেলার চরাঞ্চল নারায়ণপুরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও প্রায় ৫০ জন আহতসহ প্রায় ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। নিহত ব্যক্তিকে একপক্ষ ভারতে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম জানান, বিকালে পুলিশ গিয়ে জানতে পারে এন্তাজ মোড়লের ছেলে নুরুল ইসলাম নিহত হয়েছে এবং তাকে ভারতের দিকে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী সাতরশিয়া গ্রাম সংলগ্ন ভারতীয় অংশে প্রায় ৪০০ বিঘা জমি দীর্ঘদিন পতিত ছিল। এ জমির প্রায় শতাধিক বিঘা জমিতে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলমগীর কবির আলমের সমর্থকরা ফসল আবাদ করে। এ নিয়ে এবং বন্যার্তদের ত্রাণ সামগ্রী ভাগবাটোয়ারা নিয়ে কবিরের প্রতিপক্ষ চেয়ারম্যান পদে পরাজিত বিএনপি নেতা শরীয়তুল্লাহ লাহু, হুমায়ুন মেম্বর ও আজিমের সমর্থকদের মধ্যে বিরোধ বাধে।

বিরোধের জের ধরে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তুল্লাহ লাহু, হুমায়ুন মেম্বর ও আজিমের সমর্থকরা চেয়ারম্যান কবিরের ঘোষপাড়ার বাড়িতে হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ প্রায় ৩০০-৪০০ বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে এবং প্রায় ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বোমা বিস্ফোরণে ১ জন নিহত ও উভয়পক্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের হাতের কব্জি উড়ে গেছে। তবে আহতরা গ্রেফতার আশঙ্কায় সদরের কোনো হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা না নিয়ে রাজশাহীতে চিকিৎসা নেওয়ায় পরিচয় পাওয়া যায়নি। তবে সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম জানান, পুলিশ বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, নিহত নুরুলের স্বজনরা জানিয়েছে, রাতেই তার লাশ ভারত থেকে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলম জানান, বিএনপির সন্ত্রাসীরা তার বাড়িসহ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে শত শত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে বিএনপির জেলা সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, আওয়ামী লীগই তাদের কর্মী-সমর্থকদের ওপর বোমা হামলা চালিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.