আমাদের কথা খুঁজে নিন

   

সংকটের সূচনা:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

বিএনপি-জামাত জোটের স্বপ্নের নির্বাচন যে আগামী 22 তারিখে হতে যাচ্ছে না তা আরও বেশী স্পস্ট হয়ে উঠছে। কারণ, জরুরী অবস্থার অধীনে নির্বাচন স্বভাবত:ই মুলতবী হয়ে যাবে। তবে এ অবস্থায় যদি নির্বাচন হয়েও যায়, তাহলে তা হবে জিয়া সরকারের হ্যা/না ভোটের মতো হাস্যকর একটি ভোট। এর সম্ভাবনাও অবশ্য কম নয়। জরুরী অবস্থা জারি করার সাথে সাথে মতপ্রকাশের স্বাধীনতার উপর যে দ্রুত খড়গ হস্ত নেমে আসছে তা বেশ পরিস্কার। বেশ ক'দিন থেকে দেশে ইন্টারনেট অ্যাকসেস বেশ আনস্টেবল। এর মাএা যদি আরও বাড়ে তা অবাক হওয়ার কিছু নেই। অবশ্য তাই বলে আমাদের আড্ডা তো বন্ধ হতে পারে না। সামহোয়্যার ইন-এর পাশাপাশি ব্লগস্পটে আড্ডার বাংলা ভার্সন আপডেট হতে থাকবে। ঠিকানাটা আবারও দিয়ে দিলাম যারা আড্ডা পছন্দ করেন তাদের জন্য: http://www.uniadda.blgospot.com (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।