হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রোববার এই রায় ঘোষণা করে।
বিচারক শামসুল আলম খান ফাঁসিতে ঝুলিয়ে দুই আসামি সারোয়ার হোসেন ও আব্দুল হাকিমের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। পাশাপাশি অন্য একটি ধারায় দুই জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল রাজশাহীর আলুপট্টি এলাকা থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী আমিনুলকে। তিন দিন পর তার নয় টুকরা লাশ পাওয়া যায় শহরের নওদাপাড়া এলাকায়।
দুই আসামি সারোয়ার ও হাকিম এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।