আমাদের কথা খুঁজে নিন

   

সারি গান

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

সুপ্রাচীন কাল থেকেই এদেশে কর্মের সাথে কিছু কিছু উৎসবের রেওয়াজ সম্পৃক্ত বা প্রচলিত হয়ে আসছে। যেমন- শ্রাবণ সংক্রান্তির দিন নৌকা বাইচের কালে বাইচালী গান অনুষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালের শ্রাবণ-ভাদ্র মাসে নির্ধরিত তারিখে নির্দিষ্ট স্থানে নৌকা বাইচের আড়ঙ্গ-এ বাইচালী সারি গান শুনতে পাওয়া যায়। সারি গানকে এ অঞ্চলে হাইর গানও বলা হয়। এ গান সমবেত কণ্ঠে গীত হয় বলে এটি দলীয় গান। সারি গানের বিশেষ বৈশিষ্ট হলো- এর বিষয়বস্তু সবই হিন্দুয়ানি, কিন্তু এর গায়ক গোষ্ঠির সকলেই মুসলমান। চল বন্ধুয়ার দেশে যাইরে মাঝি ভাই চল বন্ধুয়ার দেশে যাই হেইয়াহো হেইয়াহো হেইয়াহো- ময়ূরপঙ্খী নৌকা আমার চলছে বাতাস বাইয়ারে ভাই চলছে বাতাস বাইয়া চল বন্ধুয়ার দেশে যাই কলসী কাঁখে কুলবধূয়া চলছে ঘোমটা দিয়ারে মাঝি ভাই চল বন্ধুয়ার দেশে যাই হেইয়াহো হেইয়াহো হেইয়াহো- হেইয়াহো ডাক শুনিয়া বধূ দেখে চাইয়া কাঙ্খের কলসি ফেইলা দিয়ে ঘোমটা দেয় খুলিয়ারে মাঝি ভাই চল বন্ধুয়ার দেশে যাই হেইয়াহো হেইয়াহো হেইয়াহো- নতুন বর চলছে আজি নৌকাতে চড়িয়া পুলাপুরি দৌড়াতে আছে চিনি কাইবার লাইগারে মাঝি ভাই চল বন্ধুয়ার দেশে যাই হেইয়াহো হেইয়াহো হেইয়াহো- সাইডুলীতে বাইতে মাঝি সারিগান ধরে সুরিয়া নদীতে চইলা গেলো মদনপুরের পাছেরে মাঝি ভাই চল বন্ধুয়ার দেশে যাই হেইয়াহো হেইয়াহো হেইয়াহো। সৌজন্য: হযরত আলী দেবল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.