পরিবর্তনের জন্য লেখালেখি
আমার জানালার পাশে এক লাইন পিপড়ের সারি
দেখতাম যখনই ফিরতাম সঘন বরষায় বাড়ি
তখন সাদা কাগজ আর শুকনো কাপড়ের দিন
কোন রকম ফের ঘটলেই বেড়ে যাবে সুধাদের ঋণ
তখনো লুকোছাপা ঘরে সরলে কষে পিপড়ে অবাঞ্ছিত
তখনও রাত মানে ছিলো দিনের নটী নির্ঘুম শবে স্থিত
আমি সেই শব , নিরব অন্ধকারে আজ নিঃসঙ্গ ভারি
মরা চোখে খুঁজে ফিরি হারানো বন্ধু পিপড়ের সারি ।
এখনও দিন মানে নটঙ্গী আর হাসি মুখে কেঁপে
রাখি আলু থালু বুকের তলায় ভেজা বালিশ চেপে
এখনও চেতন প্রেমতাড়ুয়া কালো ব্যাদান চোখে
আমার কুল কুলটা , তোমার হারানো অপর লোকে ।
বেলীরা গেছে ঝরে ছায়াঘন ঘোরে উদাসী পথের ধারে
হাসনা বিকেল গুলো , জমানো ফুল ,ধুলো; রাতের অন্ধকারে
আমি কাঙালিনী ,করি বিকি কিনি , ধার দিলে তবে ধারি
এই দুনিয়াদারি , সুরতি সঞ্চারী , দাও পিপড়ের সারি ।
গুটিয়ে নেওয়া ঘুনপোকা কাটে উরুর উপত্যকা
অক্ষম হাত নিষ্ফল ছুঁয়ে ভাগ্য বিধাতা চাকা
সময়ের ফের , বিরোধ শখের ,পারানী এবার হারি ?
নাও ফিরে তরী, ঘোর আর ঘড়ি , দাও পিপড়ের সারি।
সার সার বেঁধে , জল নেই কেঁদে , দেহ বেয়ে উঠে এসো
ঢেকে দাও স্তন , যত বন্ধন , নগ্ন আমার বেশও
কেটে যাক মায়া , সুতো সুতো কায়া , সুক্ত শোণিত বারি
সুজন দাও ধার , হোক পারাপার, নয় পিপড়ের সারি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।