প্রদীপ হালদার,জাতিস্মর। সারি সারি গাছ দুধারে রেখে
আমি চলেছি গাড়িতে বসে।
গাড়ির জানালায় চোখ রেখে
তাকিয়ে আছি বাইরের দিকে।
ছুটে চলেছে গাছপালা পেছন দিকে
আমি ছুটে চলেছি সামনের দিকে।
মাঠ ঘাট পথ পেরিয়ে
আমি ছুটে চলেছি গাড়ির সাথে।
বাতাস ছুটে এসে ধাক্কা দিচ্ছে
রেল গাড়ির বন্ধ জানলাতে।
জানালার কাচ বৃষ্টিতে ভিজে
ঝাপসা করেছে দেখার পক্ষে।
কোন এক রেল ষ্টেশনে
রেল গাড়ি গিয়েছে থেমে।
জানালা খুলে তাকিয়ে বাইরে
হঠাৎ দেখি তুমি দাঁড়িয়ে।
গাড়িতে উঠে আমার পাশে
বসলে এক কাপ চা নিয়ে হাতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।