আমাদের কথা খুঁজে নিন

   

বাদশাহ ইয়াজউদ্দিনের পুত্রের সম্পত্তি নিয়ে হিংসা

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

ইয়াজউদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ কানাডা থিকা আইসা কোটিপতি হইয়া যাওয়ায় এমনকি দৈনিক পত্রিকাগুলিও ঈর্ষা করতেছে। টেকাপয়সা তো হাওয়া থিকা জন্মায় না। সকলেরই পয়সাপাতি হওনের আলাদা আলাদা গল্প আছে।

কিন্তু নতুন কইরা ইয়াজউদ্দিনের ছেলের পয়সা হওয়াটা কেউ ভালো চোখে দেখতেছে না। এমনকি প্রথম আলোতে 19 তারিখে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. শাহদীন মালিক লিখছেন "এটাকে মগের মুল্লুক আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। দিব না কস্মিনকালেও। আবার লড়াই করব। " হায়, লড়াইটা লুটপাটের শেষ দিকে আইসা মনে হয় শুরু হইতে যাইতেছে।

কোথায় 24 কোটি আর কোথায় কয় লক্ষ কয় হাজার কোটি জানি!? যাগো আছে তারা যে ধুমাইয়া সব খাইয়া ফেলতেছে তা নিয়া কোনো উচ্চবাচ্য নাই। গরীবের, দালালের, পেট ভরতে দিতে রাজি না উকিল সাহেবরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।