আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণ সুযোগ!! কোন ঘটনার প্রতিবাদ করতে চান আপনি?

সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। আপনি কি নিজেকে একজন সভ্য মানুষ মনে করেন? আপনি কি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদর্শ নাগরিক? অন্যায় অত্যাচার দেখলে কি আপনার বুকে প্রতিবাদের ঢেউ উথলে উঠে? আপনি কি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট? আপনি নিশ্চয় চান সমাজটা বদলে যাক? তাহলে আপনি সঠিক পোস্টেই ক্লিক করেছেন । এবার নিচের ঘটনা গুলোর উপর সংক্ষেপে নজর বুলিয়ে নেন: ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: প্রথম আলো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে রাব্বি (৯) নামের বহিরাগত এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: বিডি নিউজ ২৪ রাজধানীর পল্টনে একটি বাণিজ্যিক ভবনের টয়লেটে এক শিশুর গলিত লাশ পাওয়া গেছে, পাঁচ দিন ধরে যার খোঁজ মিলছিল না।

তোপখানা সড়কের ট্রপিকানা টাওয়ারের চতুর্থ তলার টয়লেট থেকে শনিবার দুপুর ২টার দিকে ১১ বছর বয়সি রিতুর লাশ উদ্ধার করা হয়। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: বিডি নিউজ ২৪ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার ছেলেধরা সন্দেহে পিটুনিতে এক মহিলা নিহত হয়েছেন। আহত হন একজন। অজ্ঞাত পরিচয় ওই নিহত মহিলার বয়স প্রায় ৩৫ বছর। আহত জোসনা বেগম (৪০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার তনুরাই গ্রামের মো. শামীমের মেয়ে।

তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, নিহত মহিলা মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: প্রথম আলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে (৬০) গতকাল শুক্রবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে শহরের কলেজপাড়ায় তাঁর বাসার কাছে এ ঘটনা ঘটে। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: প্রথম আলো রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার এক মাদ্রাসাছাত্রী গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসাছাত্রীর নাম হাফিজা খাতুন ওরফে মুক্তা। বাবার নাম হারুন-অর-রশিদ। হাফিজা উপজেলার চিনাশো আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: প্রথম আলো ফেনীতে দুর্বৃত্তরা গৃহপরিচারিকাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে।

গতকাল শুক্রবার দুপুরে ফেনী পৌরসভার রামপুর এলাকায় পাটোয়ারীবাড়ির মৃত আবদুর রশিদ পাটোয়ারীর ঘরে এ ঘটনা ঘটে। নিহত গৃহপরিচারিকা শাহেদা আক্তার (৩০) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের এয়ার রহমানের মেয়ে। স্বামী পরিত্যক্ত শাহেদা ১২-১৩ বছর ধরে আবদুর রশিদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছিলেন। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: কালের কন্ঠ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকাপের চাকায় পৃষ্ট হয়ে মিরাজ নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রহনপুর-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ী নামক স্থানে।

১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: কালের কন্ঠ ধর্ষণ ও নির্যাতনের পর ওরা এবার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে নির্যাতিত কিশোরীটিকে। এমপির এপিএস পরিচয়ধারী কাজল মোল্লার অনুগত ইউপি মেম্বার কানিজ ফাতেমা রুহিতা গতকাল শুক্রবার তাকে বাড়ি থেকে জোর করে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন। গতকাল গভীর রাত পর্যন্তও তার সন্ধান মেলেনি। সন্তানের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন মা-বাবা। ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: কালের কন্ঠ রাজধানীতে ছয় বছরের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়েছিল জিহাদ।

এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা, ছয় বছর বয়সী জিহাদের বাসায় ফেরার নাম নেই। বাড়ির আশপাশে আর বন্ধুদের বাসায় ছেলেকে খুঁজতে থাকেন মা জেসমিন আক্তার। না, কোথাও নেই। উদ্বিগ্ন হয়ে খবর পাঠান স্বামী কাউসার মোল্লাকে। উৎকণ্ঠিত মা-বাবা হন্যে হয়ে সন্তানকে যখন খুঁজছিলেন, এমন সময় বেজে ওঠে জেসমিনের মোবাইল ফোন।

অন্য প্রান্ত থেকে একজন বলে, 'তোর ছেলেকে ফেরত পেতে চাইলে পাঁচ লাখ টাকা দিবি। ' ১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র: বাংলা নিউজ ২৪ চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেনের রহমান ম্যানশনের একটি মেসে কাপড় দোকানের দুই কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলো- চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফরবাদের আব্দুর রহিমের সন্তান মো.হিরু এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আমির খান চৌধুরী বাড়ির মো.ইদ্রিসের সন্তান মো.আরমান। তারা দুজনই রহমান ম্যানসনে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

১৯ জানুয়ারী, ২০১৩ সূত্র বাংলা নিউজ ২৪ চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার আছাদগঞ্জ এলাকায় এক যুবক খুন হয়েছেন। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার সকাল পৌঁনে ১০টার দিকে আছদগঞ্জ শুটকি মার্কেটের একটি দোকান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কি....পড়া শেষ? হত্যা, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস, সড়ক দূর্ঘটনা, নারী নির্যাতন সব ধরণের ঘটনাই আছে। এটা শুধুমাত্র আজকের কিছু অনলাইন নিউজ সাইট থেকে সংগ্রহ করা।

বিস্তারিত দেখতে চাইলে সূত্ অনুসরন করে দেখে নিতে পারেন। খুজলে হয়তো আরো কিছু পেয়ে যাবেন যা আমার চোখ এগিয়ে গেছে। এখন ব্যস্ত হয়ে যান এসব ঘটনার প্রতিবাদ নিয়ে। ব্লগ, ফেইসবুক এ পোস্টের পর পোস্ট লিখে ভরিয়ে ফেলুন নিশ্চিন্তে। ফেইসবুক ইভেন্টও বাদ রাখবেন না।

আর যারা প্রতিবাদের ব্যাপারে আরো কঠোর তারা প্রেস ক্লাব অথবা সংসদ ভবনে মানবন্ধন ও করে ফেলতে পারেন। এছাড়াও নিজের পচ্ছন্দ মতো ঘটনা বেছে নিয়ে ইচ্ছা মতো প্রতিবাদ করতে থাকুন। তবে প্রতিবাদ করার সময় ছাগু, ভাদা, ছাগীয়তাবাদী, হনু টাইপ ইফেক্ট দিয়ে পরস্পরকে দোষারোপ এবং এসব ঘটনার জন্য দায়ী করতে ভুলবেন না । আর হ্যাঁ, এগুলোই কিন্তু শেষ নয়। বিগত দিনের ঘটনা গুলোর কথা বাদ দিন, আগামী কালকেও প্রতিবাদ করার মতো অনেক ঘটনা পাবেন, সমস্যা নাই।

সকলের প্রতি শুভ কামনা রইলো বি: দ্র: আপনি প্রতিবাদী মানুষ, প্রতিবাদ করাই আপনার কাজ, আপনার অ্যাটিটিউড, আপনার স্মার্টনেস, আপনার প্যাশন । এতে কাজ হোক আর নাইবা হোক, এত কিছু ভাবার মতো সময় কি আর আপনার আছে, তাই না? প্রতিবাদটাই হলো আসল!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.