আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বিলাসী ইমন!

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

একটা যান্ত্রিক জীবন আমার খুব পছন্দের এবং একমাত্র আরাধ্য। সকালবেলা ঘুম থেকে ওঠা তারপর কাজ, একেবারে স্বন্ধ্যে বেলা পর্যন্ত । তারপর বাসায় আসলাম, এখানে আমার সঙ্গী টিভি, বই কিংবা ইন্টারনেট। একটা রুটিন মাফিক হবে আমার সময় গুলো। আর ছুটির দিনতা অখন্ড অবসর।

শুনে কেমন লাগছে? বোরিং তাই না? তবে এসব কাজ করার পেছনে সবচেয়ে বেশি যা দরকার তা হল Qualification। সেটাই Achieve করার চেস্টা চলছে। আমি কখনও শাহবাগের মোড়ে আজিজের রেস্টুরেন্টে বসে আড্ডা মারিনি কিংবা বুয়েট ক্যাম্পাস অথবা টিএসসি-তে। তবে আমি প্রচন্ড রকম আশাবাদী যে, আমি হয়ত পারব এসব করতে কোন একদিন। আর পারব আমার সময়গুলোকে আমার মত করে পার করতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.