আমাদের কথা খুঁজে নিন

   

প্যাক প্যাক

আমার ব্যক্তিগত ব্লগ

আজকাল কত রকম হর্ন বের হয়েছে।হিন্দি গানের মিউজিক থেকে শুরু করে কুকুরের ঘেউ ঘেউ, শিশুর কান্না কিছুই বাদ নেই। বাড্ডা রাস্তা দিয়ে রিক্সায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে শুনি "প্যাক প্যাক"। ভাবলাম, যাহ, হর্নের জন্য হাঁসের ডাকও বাদ পড়লনা! প্যাক প্যাক শুনে আমাদের রিক্সাওয়ালা একটু সরে যেতে দেখলাম এক ঝুড়ি হাঁস নিয়ে একটা ভ্যান গাড়ি ওভার টেক করছে। ওরই মাঝে একটা হাঁস মাথা বের প্যাক প্যাক করছে, যা হর্নের কাজ দিচ্ছে!!! হমম, অবস্থা দেখেছেন? কৃত্রিম শব্দ শব্দ শুনতে শুনতে এখন সত্যি হাঁসের ডাকও চিনতে পারিনি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।