আমাদের কথা খুঁজে নিন

   

প্রবৃদ্ধি হার ধরা হচ্ছে ৭.২ শতাংশ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭ দশমিক ২ শতাংশ।
অর্থমন্ত্রী জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২০ মিনিটে ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, তাতে তিনি প্রবৃদ্ধির এই আশা প্রকাশ করেন।
যদিও এক বছর আগে চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, চলাতি বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২ শতাংশ। কিন্তু তা অর্জন করা যায়নি। হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ।


অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আট মাসের প্রকৃত অবস্থার ভিত্তিতে যে সাময়িক পূর্বাভাস দিয়েছে, তাতে ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক ০৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। তবে এ প্রাক্কলনে বোরো, আলু ও ভুট্টা উত্পাদনের চূড়ান্ত তথ্য সন্নিবেশ করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের ধারণা এ ফসলগুলোর উত্পাদন এই বছর বিশেষ হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই এতদসংক্রান্ত চূড়ান্ত তথ্য অন্তর্ভুক্ত করা হলে জিডিপি প্রবৃদ্ধি কোনো অবস্থাতেই পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কম হবে না। ’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমান বছরে ধারণা করা হচ্ছে বেসরকারি বিনিয়োগ কিছুটা কম হবে। কিন্তু, একই সঙ্গে সরকারি বিনিয়োগ জিডিপির ৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৮৫ শতাংশ হতে যাচ্ছে।

এ বছরের উচ্চমানের বিনিয়োগ অবশ্য সার্বিক প্রবৃদ্ধি হারে ইতিবাচক অবদান রাখবে। তিনি বলেন, ‘আমাদের ধারণা বর্তমান অর্থবছরে প্রকৃত প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে। ’
আগামী বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী ২০১৩ সাল ও পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অর্থনীতিতে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। পাশাপাশি বিদ্যুত্, জ্বালানি ও যোগাযোগ খাতে সরবরাহ সীমাবদ্ধতা দূর করার গৃহীত পদক্ষেপসমূহ অবকাঠামোগত ঘাটতি আরও কমিয়ে আনবে। এসব অনুমান ও প্রত্যাশার প্রেক্ষাপটে উন্নয়নশীল এশীয় দেশগুলোর সঙ্গে সংগতি রেখে আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে।

’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.