চলতি ২০১৩-১৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২ ধরা হলেও তা ৫ দশমিক ৬ বা ৫ দশমিক ৮-এর বেশি হবে না বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শনিবার দুপুরে সিপিডি কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি-২০১৩-১৪-এর দ্বিতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করা হয়। জুলাই-ডিসেম্বর-২০১৩ (ছয় মাস) সময়ের পর্যালোচনাপূর্বক একটি প্রতিবেদন প্রকাশ করে অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটি।
সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে না। গণতন্ত্রায়ণের সঙ্গে সার্বিক অর্থনীতি দীর্ঘমেয়াদি সংকটে পড়বে। একই সঙ্গে অর্থনীতি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংকটে পড়বে।
সংবাদ সম্মেলনে ছয় মাসের অর্থনীতির গতি, রাজনৈতিক অস্থিরতার প্রভাব এবং উত্তরণে করণীয় সম্পর্কে প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।