চলতি অর্থবছর (২০১৩-১৪) শেষে বাংলাদেশে ৫ দশমিক ৮ শতাংশ জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির প্রক্ষেপণ অনুযায়ী, বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমবে।
সংস্থাটির আগারগাঁও কার্যালয়ে আজ বুধবার দুপুরে প্রকাশিত ‘অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়।
আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন এডিবির এ-দেশীয় প্রধান তেরেসা খো। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।
বছর শেষে সরকার ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। কিন্তু এডিবির প্রক্ষেপণ অনুযায়ী, বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমবে।
এডিবি বলছে, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি রপ্তানি, অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ কমে যাওয়ার কারণে প্রবৃদ্ধি কমবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে রাজস্ব আয়ও কমতে পারে বলে অভিমত এই সংস্থার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।