আমাদের কথা খুঁজে নিন

   

যে সব করণীয় সুপারিশ করেছে 14 দল

ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

আওয়ামী লীগ সভানেত্রী ও 14 দল নেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে গতকাল সোমবার 11 দফা করণীয় পেশ করেছেন। এদিন বিকালে তিনি আওয়ামী লীগসহ 14 দলের 7 নেতাকে নিয়ে বঙ্গভবনে ড. ইয়াজউদ্দিনের সঙ্গে দেখা করে এই করণীয় প্রসত্দাবাবলী পেশ করেন। নির্বাচন কমিশন, ভোটার তালিকা, প্রশাসন, পুলিশ, প্রচার মাধ্যম, রাজনৈতিক হয়রানি, জঙ্গি দমন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, দুনর্ীতি দমন, উন্নয়নের নামে লুটপাট, খালেদা জিয়ার ছবি শীর্ষক 11 দফা করণীয়র 19টি ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবিলম্বে আদেশ জারি করার অনুরোধ জানান শেখ হাসিনা। করণীয়গুলো হলো : মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কতর্ৃক যে সব আদেশ অবিলম্বে জারি করতে হবে 1. নির্বাচন কমিশন : ক. নির্বাচন কমিশন পুনর্গঠন (প্রধান নির্বাচন কমিশনার ও তিন কমিশনার এবং কমিশন সচিবকে অবিলম্বে অপসারণ এবং সচিবালয় পুনর্গঠন)। খ. সকল দলীয় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এখনই প্রত্যাহার করে তাদের নিয়োগ আদেশ স্থগিতকরণ।

2. ভোটার তালিকা ক. সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং ছবিসহ হালনাগাদকরণ। খ. ইতিপূর্বে প্রণীত ভোটার তালিকার মুদ্রণ স্থগিতকরণ এবং ওই তালিকা বাতিলকরণ। 3. প্রশাসন ক. 1 জুলাই থেকে জারি করা- সব নিযুক্তি, পদোন্নতি এবং অবসর প্রদান আদেশ অকার্যকরণ। খ. অবিলম্বে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকরণ। গ. স্পর্শকাতর সব পদে নিযুক্ত কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারকরণ (তালিকা প্রদান করা হবে)।

ঘ. বিএনপি-জামাতের দলীয় অনুগত, আশীর্বাদপুষ্ট, সুবিধাভোগী কর্মকর্তাকে প্রত্যাহার করা এবং তাদের কোনো নতুন পদায়ন না করা (তালিকা প্রদান করা হবে)। ঙ. এটর্নি জেনারেলকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে আলোচনার ভিত্তিতে নতুন একজনকে দায়িত্ব দিতে হবে। 4. পুলিশ ক. পুলিশ বাহিনীতে বিএনপি-জামাতের আশীর্বাদপুষ্ট নির্যাতনকারী ও দুনর্ীতিপরায়ণ কর্মকর্তাদের প্রত্যাহার করা (তালিকা প্রদান করা হবে)। খ. পুলিশ বাহিনীতে স্পর্শকাতর সব পদে পরিবর্তন। 5. প্রচার মাধ্যম ক. বাংলাদেশ টেলিভিশন, রেডিও ও সরকারের নিয়ন্ত্রণাধীন সব সংবাদ ও প্রচার মাধ্যমে 14 দলীয় জোট, এলডিপি এবং আওয়ামী লীগকে যথাযথ অধিকার দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দান।

খ. গত পাঁচ বছরে প্রতিষ্ঠিত বেসরকারি রেডিও ও টেলিভিশনের সমপ্রচার বন্ধ করতে হবে এবং মালিকদের অর্থের উৎস অনুসন্ধান করতে হবে। 6. রাজনৈতিক হয়রানি 4 অক্টোবরের পর দেশব্যাপী যতো সব ধরপাকড় ও মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারকরণ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তিদান। 7. জঙ্গি দমন গত পাঁচ বছরে সমুদয় বোমাবাজি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেয়েছে তাকে দমন করার জন্য অবিলম্বে সমসত্দ তদনত্দ নতুন করে শুরু করা এবং চিহ্নিত জঙ্গিদের গ্রেপ্তার করতে হবে। 8. আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ গত দুই বছরে প্রদত্ত সমসত্দ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে। আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ধ্বংসের জন্য সারা দেশে উদ্যোগ শুরু করতে হবে।

আগ্নেয়াস্ত্র পাচারের বিভিন্ন মামলাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সক্রিয় করতে হবে। 9. দুনর্ীতি দমন জোটের দুনর্ীতিগ্রসত্দ সাবেক মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সন্ত্রাসী গডফাদার এবং অন্যান্য ব্যক্তিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সব বিমান, স্থল ও নৌবন্দরে আদেশ প্রদানকরণ। 10. উন্নয়নের নামে লুটপাট 1 জানুয়ারি থেকে যতো সব উন্নয়ন বিষয়ক সিদ্ধানত্দ গ্রহণ করা হয়েছে যথা : উন্নয়ন প্রকল্প অনুমোদন, থোক বরাদ্দ, প্রকল্প চুক্তি এবং সম্পর্কিত অর্থ অবমুক্তি সবগুলো স্থগিত করে অকার্যকরকরণ। 11. খালেদা জিয়ার ছবি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি এখনো বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টাঙানো আছে যা তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে। এই ছবি এখনই অপসারণের আদেশ প্রদানকর।

cutpaste from: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।