যেহেতু এটা সামহোয়ার ইন ব্লগ তাই বলছি
ব্লগ কাকে বলে: অনলাইনে ব্যাক্তি গত ডায়েরী মান ব্যাক্তিগত অভিজ্ঞতা ও মতামত নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া।
ব্যবিলন ডিকশেনরী যা বলছে তা হল।
blog
n. on-line shared diary where people can publish diary entries about their personal hobbies or experiences; public online updated chronological entries of links to web sites and subjects with personal remarks by users, weblog
ঠিক আছে বলে আমার মনে হয়:
এখানে অনেক আই টি বিশেষজ্ঞ আছে যারা তাদের ব্যাক্তি গত জ্ঞান আমাদের মাঝে বিতরন করছেন। যেমন ডার্কলড, ইত্যাদি। এগুলোকে সঠিক ব্লগিং বলা যায়।
অনেকের জীবনের অভিজ্ঞতা শেয়ার করছেন, যেমন: কর্মস্থল, হবি ইত্যাদি। এগুলোকে সঠিক ব্লগিং বলা যায়।
ঠিক নাই বা তাকে ব্লগিং বলা যায় না:
ইন্টারনেট থেকে ইনফরমেশন এনে নিজের ব্লগে যুক্ত করা। এবং তা প্রথম পাতায় দেয়া। যেটা ওনার ফিল্ড না।
মানে এত ধরনের ইনফরমেশন আমাদের জোড় করে খাওয়ানো প্রথম পাতায় দিয়ে যা প্রকৃত পক্ষে উনার রিসার্চ সাবজেক্ট না। যেমন: আলী
এগুলো ফ্লাডিং, ব্লগিং বলা যায় না
অন্যের ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপ। যেমন: নয়া বোকাই যিনি অন্যের ছবি এনে এখানে ছেড়েছেন।
এগুলো ব্লগিং বলা যায় না।
এব্যপারে কর্তৃপক্ষের একটু নজর দেয়া জরুরী।
না হয়ে এটা ব্লগ সাইট না হয়ে রিসার্চ এন্ড ডেভলেপমেন্ট এন্ড পিন্চিং আদার ওয়েব সাইট হয়ে যাবে।
আপাতত এতুটুকুই পরে আরও পড়ে জানাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।