পরিবর্তনের জন্য লেখালেখি
তোমার মতো করে যদি বলতে পারতাম!
সেই 15 বছর আগে ,
যদি চলে যাও!
একবার আলিঙ্গনে নিও আমায়!
আমার বড় উষঞতার সাধ।
একবার, মাত্র একবার দিও তোমার অধরের সঞ্জীবনী স্বাদ!
তার পর উড়ে যেও, শুনো ডাক তোমার প্রিয় মহাশূন্যের-
আমি করবো না হিসাব কোন পাপ, অথবা কোন পূণ্যের।
যখন দেশে ফিরবে, নির্মম হয়ো না, উত্তর দিও!
কতটা আনন্দ থাকে বাড়ি ফেরার পথে
যদি জানা থাকে কেউ আছে অপেক্ষায়?
কতটা সুখ থাকে এই জানাতে
তুমি আর একলা নও , কখনোই?
জানো তো!
তোমরা না বললে,
অজানাই রয়ে যাবে উত্তর,
আমার এই সব বুক ভাঙা প্রশ্নের!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।