আমাদের কথা খুঁজে নিন

   

ইমনের স্মৃতির উদ্দেশ্যে

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। নাটোরের লেক আজও বয়ে যায় হৃদয়ের মধ্য বরাবর কলকল ধ্বনি তুলে বিমোহিত করে মন, পাশেই দেখা যায বৃদ্ধ বৃক্ষের বন কত মনোহর! আহা ! কী রঙিন পাখনায় চলে গেছে প্রথম জীবনের অনুক্ষণ। কিশোরের খোলস বদলে কেবল যৌবনে পদার্পণ সাদা সাদা সকাল আর রঙিন বিকেলের ফুরফুরে অনুভব ! ঘুড়ির মতো উড়ে মাতাল করে তোলা তোমার অবারিত গগণ।

মধুর শব্দের মালা গেঁথে কে যেন করেছিলো তলব। নাটোরের লেক বয়ে চলেছে তার ‍উপর বাঁশের সাঁকো একদল কিশোরী ধীরে ভয়ে পাড় হচ্ছে এপার থেকে ওপার, বৃক্ষের ছায়া থেকে কে যেন বলছে : আমার সুরভী তোমাতে মাখো- চোখ মেলে দেখি নীল লাল দীপালি আলোক অজস্র কোটি তারার। নাটোরের লেক বয়ে যায় কাল নিরবধি ছন্দের ঝংকারে, শাশ্বত সুন্দর মধুর ধ্বনি লেগে থাকে শুধু আমার গীটারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.