জীবন যখন ব্যস্ত যেমন দুই পরতা
যেখানে তোমার চুল
তার সুঘ্রাণে তারও আরও অনেক নীচে
ধর ধরে নাও ঠোঁটে আমার আঙুল
সেখানে সারাণ সুগন্ধি ধুলো ওড়ে,
এই আমি হাঁটছি সে জন্ম প্রাকজন্ম থেকেই
যখন জরায়ু গভীরে দেখেছি রক্তের ঝুল
স্বপ্নে আমি আজও তোমার স্বামী ু অনন্তকাল
চন্দ্র ছিঁড়ি, সূর্য ছিঁড়ি
ছেঁড়া কাাঁথায় শুয়ে নিজেই গড়ি
মনের জলে ডুবে মরার এক অবাক শূল ।
{ প্রিয় স্ত্রী দেবযানীর জন্মদিনে }
{ আজ 21 সেপ্টেম্বর - সেই স্বাগত দিন }
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।