দেবযানী ইস্যুতে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। প্রত্যাহার করা হবে না অভিযোগও। ভারতীয় কূটনীতিকের হেনস্থা ইস্যুতে নয়া দিল্লির চাপে মুখে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ।
গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দেবযানী ইস্যু দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপরই দেবযানী ইস্যুতে যুক্তরাষ্টের বিরুদ্ধে ভারতের অবস্থান আরো কঠোর হয়।
এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে ফোনে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।