দেবযানী খোবরাগাড়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে এই বিষয়ে ফোনে কথা বলেন তিনি।
এক লিখিত বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ জানান, 'দেবযানীর সমবয়সী দুই মেয়ের বাবা জন কেরি উদ্ভূত পরিস্থিতির জন্য অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সহানুভূতি প্রকাশ করেছেন। শিবশঙ্কর মেননের সঙ্গে আলাপে তিনি এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন।'
দেবযানীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করলেও দিল্লির অবশ্য দাবি ছিল, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওয়াশিংটনকে।
ওই দিন ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংহের সঙ্গে কথা হয় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের। কথোপকথন ইতিবাচক হয়েছে বলে সূত্রের দাবি।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ে ষড়যন্ত্রের শিকার বলে জানিয়েছিলেন। সম্মানের সঙ্গে দেবযানীকে ফেরত আনতে না পারলে সংসদে ঢুকবেন না বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।