আমাদের কথা খুঁজে নিন

   

দেবযানী কাণ্ডে অনড় ভারত

দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে আমেরিকার ওপর চাপ বজায় রাখতে নিজের অবস্থান থেকে অনড় ভারত।

গতকাল সোমবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের সঙ্গে বৈঠকে দু’দেশের সম্পর্কের ‘শীতলতা’ এখনই কাটবে না বলে জানান কেন্দ্রীয় বিদেশ সচিব সুজাতা সিং। এদিন দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়।

সূত্রে জানা যায়, আলোচনায় আমেরিকা ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা কতটা জরুরি তার ব্যাখ্যা দেন ন্যান্সি। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের আবেদন খারিজ করে দিয়ে সুজাতা জানিয়ে দেন, দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে মার্কিন প্রশাসন যতক্ষণ না কোনও ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

সম্প্রতি আমেরিকা জানিয়েছে, দেবযানীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যে ১৩ জানুয়ারি দেবযানী মামলার শুনানি রয়েছে। সে কথা মাথায় রেখে আমেরিকার ওপর ফের চাপ বাড়াচ্ছে ভারত।

অন্যদিকে, এদিন দেবযানীকে গ্রেফতার ও তাকে নগ্ন করে তল্লাশির ঘটনার কড়া নিন্দা করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সলমন বশির। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বশির বলেন, ভিয়েনা চুক্তি মেনে চলা সব দেশের ক্ষেত্রেই বাধ্যতামূলক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.