ভিসা জালিয়াতি সংক্রান্ত মামলার শুনানির শুরুর দিন একমাস পিছিয়ে দেয়ার প্রস্তাবের বিরোধিতা করেছেন মার্কিন সরকারপক্ষের আইনজীবী প্রীত বারারা।
গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের সংশ্লিষ্ট আদালতে এ কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, দেবযানীর আবেদনের জন্য চার্জ গঠনে দেরি করার কোনো মানে হয় না। কারণ, চার্জ গঠনের পরও ওই আবেদন নিয়ে আলাপ-আলোচনা চালানোর অনেক সময় পাওয়া যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ওই শুনানি আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্ত্ত দেবযানীর আইনজীবী ড্যানিয়েল আরশ্যাক সম্প্রতি দক্ষিণ নিউ ইয়র্কের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের ম্যাজিস্ট্রেট বিচারক সারা নেটবার্নকে শুনানির দিন একমাস পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে, আরশ্যাকের আবেদনের প্রেক্ষিতে বারারা আদালতকে জানিয়েছেন, দেবযানীর আবেদন নিয়ে তার কার্যালয় এবং অভিযুক্ত পক্ষের মধ্যে যে আলোচনা জারি রয়েছে, তারই সুবিধার জন্য শুনানি ও চার্জ গঠনের সময় পিছিয়ে দেয়ার আবেদন দেবযানীর তরফ থেকে জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।