বলা না বলা কথামালা
যদি অন্যের সমালোচনা করে আপনার অতীতে মজার সময় কেটে থাকে তবে প্রকাশ পাবে আপনি কতোটা নিরাপত্তাহীনতায় ভুগেছেন। শত্র ূতৈরি করার পাশাপাশি আপনি একটি নেতিবাচক চরিত্রে পরিণত হবেন যতোবারই সমালোচনা করবেন। পুরোনো প্রবাদ মনে করূন_ আপনার একটি আঙুল একজনের প্রতি তুললে অপরের চারটি আঙুল আপনার প্রতি নির্দেশিত থাকবে। তাই আত্মসমালোচনা করূন। নিজের দোষ-ত্রূটি সংশোধনের চেষ্টা করূন। ভোগ করূন অন্য রকম অনুভূতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।