জাহেদ সরওয়ার
(লেবানন আর ফিলিস্তিনে নিহত সব সাধারণ মানুষদের উদ্দেশ্যে)
যখন কেউ নেই আর বেচে, তোমাকে বলার আজ কিসের উৎসব
যখন কেউ নেই আর তোমাকে বলার মাথার উপর কেন উড়ে যায় আজো যুদ্ধ বিমান
এসব প্রশ্নে চেচিওনা তুমি-
তোমার যাত্রাপথে মরু নাগিনীর স্বরকম্পন
চাদনীতে ধেয়ে চলে শেয়াল আর গাধার পাল
সবার চোখের কোনে জমে আছে অশ্রুকনা
বুকে সমুদ্রের ভার আর মুক হৃদয়
তোমার পথ থেকে সরে গেছে সব আলো
নিহত হয়ে গেছে সকল বন্ধুত্ব সময়ের হাতে
তোমার প্রলম্বিত যাত্রাপথ তোমার সামনে ইতিহাসের ডাকীনিদের তান্ডব নাচ
স্মৃতিগুলো প্রতারক প্রেমিকা-ফাক করে রাখে তার বলিষ্ট উরু
যতদিন সে সবের চামড়া কুচকে না আসে
আর যখন স্তনের মত পাহাড় গুলোর ওপর
ঘুরতে থাকে বন্দুকের নল?
বন্দীদের পায়ে যখন টান পড়ে শেখলের, যখন কুচকে আসে হাড়?
কিসের আর প্রার্থনা স্মৃতি আর প্রেমের দেবতার কাছে
সব শব্দই চাপা পড়ে হেলিকপ্টার আর যুদ্ধ বিমানের শব্দের কাছে
যেসব বিলি করতে আসে তোমাদের হাতে হাতে বাইবেল আর রকগানের পান্ডুলিপি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।