ট্রেনিং এসে প্রথম যখন খাবারের মেনু পেলাম মনে হয়েছিল খাবার তো ভালই। কিন্তু খাবারের যা অবস্থা তাতে আর লাইফ চলে না। হালার কুকার থাই, চাইনিজ, ইটালিয়ান ফুড রাঁধতে জানে না। সব খাবারের সাথে যদি সস ইউজ করে খাই কিভাবে? সালাগো লন্ড্রিসার্ভিস তো পুরাই ফাউল। নিত্য উপহার থেকে বাংলা অক্ষরের টি শর্াট কিনছিলাম। মনে হয় 15 দিন ও পরি নাই। হালাগরে ওয়াশিং করতে দিছিলাম। হালারা টি র্শাট ফুটা ফুটা করে দিছে। এই হইলো পাকিস্থানের হোটেল সার্ভিস।
:::::: হায়রে আমার জনগন "বি কেয়ার ুল "::::::::
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।