আমাদের কথা খুঁজে নিন

   

রোমান পোলানস্কির পিয়ানিস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

রোমান পোলানস্কির পিয়ানিস্ট দেখতে দেখতে ভাবছিলাম, একজন শিল্পী আর একজন সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টার মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। খাদ্য ও পানির নির্মম সংকটের মধ্যে একজন শিল্পীর কাতর পরিণতির সঙ্গে সাধারণ মানুষের কোনো পার্থক্য নেই। প্রথম প্রথম একটু একঘেয়ে লাগলেও শেষ পর্যন্ত পোলানস্কির পিয়ানিস্ট মর্মান্তিক, জোস, মারাত্মক। দ্্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পোলন্ডে আটকা পড়া ইহুদী পরিবারগুলোর একটি এই ছবির কেন্দ্রীয় বিষয়।

এই পরিবারের এক সন্তান পিয়ানিস্ট। পোলান্ড দখল করে নেয় নাজিরা। নানা ঘটনার মধ্য দিয়ে অতিকষ্টে পরিবারটি পোলান্ড ছেড়ে যেতে পারলেও যেতে পারে না পিয়ানিস্ট। থেকে যায় নাজি অধিকৃত শহরে। তাদের কাজ করে।

লুকিয়ে থাকে শত্রুপক্ষের বন্ধুভাবাপন্ন বাড়িতে। পরিত্যক্ত হাসপাতালে। শেষ পর্যন্ত বোমা বিধ্বস্ত পোড়ো বাড়িতে। এই পোড়ো বাড়িতেই তার খোঁজ পায় এক নাজি অফিসার। পোড়ো বাড়ির এক পরিত্যক্ত পিয়ানোতে সুর শোনায় তাকে পিয়ানিস্ট।

দুজনের এক অদ্ভূত গোপন সম্পর্ক গড়ে ওঠে। পোলান্ড ছেড়ে যাবার সময় তাকে খাবার ও কোট দিয়ে যায় অফিসার। এ ভালোবাসা একজন শিল্পীরসিকের শিল্পীর প্রতি ভালোবাস। শেষ পর্যন্ত পিয়ানিস্ট বেঁচে গেলেও আর্মি অফিসারটি বন্দী হয় রাশান সৈন্যদের হাতে। 148 মিনিটের পিয়ানিস্ট ছবিটি তৈরি হয়েছে 2002 সালে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.