আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ও বিশ্বাস

দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি

ধর্ম নিয়ে বেশ লেখালেখি দেখে ভাবলাম, কিছু লিখি এ ব্যাপারে। একজন মানুষের সম্পর্ক ত্রিমাত্রিক: 1. নিজের সাথে সম্পর্ক 2. সমাজের সাথে সম্পর্ক 3. স্রষ্টার সাথে সমপর্ক 1. নিজের সাথে সম্পর্ক হচ্ছে খাওয়া দাওয়া, পড়াশুনা ইত্যাদি। মোটকথা নিজের দেখভাল করা ও সাকসেসফুল হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। 2. সমাজের সাথে সম্পর্ক - পিতা-মাতা, ভাই-বোনের সাথে সম্পর্ক, আর্থিক ডিলিংস, সামাজিক ব্যবহার, এসবই সমাজের সাথে সম্পর্কের অন্তর্ভুক্ত। 3. আমাদের উপাসনা ও ধর্মিয় আচার হল স্রষ্টার সাথে সম্পর্ক।

ধর্মই বা বিশ্বাসই এই তিন ধরনের সম্পর্ককে থিওরিটিকেলি ডিফাইন করে। কিন্তু বাস্তবে ধর্মের পাশাপাশি সামাজিক রীতিনীতি, সময়-কাল ইত্যাদির যথেষ্ট প্রভাব দেখা যায়। আবার অন্য কারো দর্শনের প্রভাবও থাকে। উদাহরণ স্বরুপ, ইসলাম ধর্মমতে খাওয়া-দাওয়া হালাল হওয়া চাই। শুধু হালাল খাওয়া নিজের সাথে সম্পর্কের অন্তর্ভুক্ত।

অন্যদিকে প্রতিবেশির সাথে ভালো সম্পর্করাখা সামাজিক দিকটির অংশ। আর নামাজ পড়া মানে স্রষ্টার সাথে সম্পর্ক। এ তিনধরনের সম্পর্কের মাঝে শুধু দ্্বিতীয়টি অন্যের সাথে সম্পর্কিত। বাকি দুটো বলতে গেলে একান্ত নিজের। বেশির ভাগ ধর্মমতেই (ইফ নট অল) সামাজিক সম্পর্ক ভাল ও কল্যানের আদেশ দেয়।

যেমন চুরি করা - কোন ধর্মমতেই তা খারাপ বৈ নয়। সুতরাং একজন মানুষ য িমানুষ হিসেবে ভাল হয়, তাহলে তাবে গ্রহন করতে সমস্যা কোথায়। আর খারাপ হলেও তার খারাপীকে বর্জন করা উচিত, তাকে নয়। যে স্রষ্টাকে অবিশ্বাস করে সে নিশ্চয় এটা জেনে ও মেনে অবিশ্বাস করতেছে যে, বাই চানস তার বিশ্বাস যদি ভুল হয়, এবং স্রষ্টা থেকে থাকে, তাহলে কিন্তু পরকালে তার খবর আছে। আর আমরা যারা মুসলমান, আমাদেরও জানা উচিৎ যে, তাদের বিশ্বাস অবিশ্বাসের দায় দায়িত্ব আমাদের উপর বর্তাবেনা।

তবে এটা ঠিক যে বিশ্বাস দৃঢ় হলে যে কোন মুসলমানই চাইবে অন্যে তার মত সত্যকে জানে এবং মানে। সবশেষে শোহেল ভায়ের একটা কথা রিপিট করি - আমরা 'অনেকেই মুসলমান ঘরে জন্ম গ্রহন করেছি বলেই মুসলমান'। আমাদের উচিৎ অন্তত ইসলামের বেসিক জানা ও বুঝা যাতে আমরা শুধু মাত্র জন্মগত মুসলমান না থাকি, বরং জেনে বুঝে মুসলমান হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.