দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি
সুন্দরী,
অনেকদিন পর দেখা পেলুম তোমার।
কোথায় ছিলে? কেমন ছিলে এতদিন?
নিশ্চয় বেশ। জেনেছি আমি
প্রেমিক তোমায় রেখেছে
সুখের স্বর্গরাজ্যে। ।
আমার একটি মিনতি ছিল -
ধার দিবে কি আমায়,
তোমার প্রেমিক পুরুষ?
যে কিনা
এ নোংড়া, অন্ধকার, কলুষিত পৃথিবী থেকে
দুরে সরিয়ে রাখবে আমাকে।
বাঁচিয়ে রাখবে
আমার নির্মল আনন্দ,
আন্তরিক হাসি।
আমায় হাত ধরে পেঁৗছে দেবে
সৌন্দর্য, সৃজনশীলতা ও সমৃদ্ধির শিখড়ে। ।
দোহায় তোমার ... প্লিজ
আজ যে আমার বড্ড প্রয়োজন
ভালোবাসা ও ভালোবাসার মানুষ 'র। ।
প্লিজ!! ...
প্লিজ! মিনতি খানি আমার রেখো।
আর হঁ্যা, (যদি ভুলে গিয়ে থাক)
নামটি ছিল আমার -
বাংলাদেশ। ।
21.05.06
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।