আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির কারণেই সংলাপ ব্যাহত হচ্ছে

বিএনপি শর্তযুক্ত সংলাপের কথা বলে সংলাপের পথ বারবার বন্ধ করে দিচ্ছে। আমি মনে করি বিরোধীদল যদি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিত, তাহলে আজকের রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্নতর হতো বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় চার লেন প্রকল্পের আওতাধীন রায়পুর বাইপাসের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সংলাপের কথা বলি। আমরা নিঃশর্ত ও খোলামনের সংলাপ চাই।

বিএনপির শর্তের কারণে তা ব্যাহত হচ্ছে। সংলাপের পথ এখনো বন্ধ হয়ে যায়নি। প্রয়োজনে সংলাপ হবে।

কুমিল্লার জনগণের জন্য একটি সুখবর রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, শাসনগাছা রেলওয়ে ওভারপাস প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের কাজে ৫২ কোটি টাকা ব্যয় হবে।

আগামী মাসে এর টেন্ডার আহ্বান করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.