সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে রংপুর মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীরা। তারা মেডিকেল মোড়ে হামলা চালিয়ে ১৫-২০টি অটোরিকশা ও পিকআপ ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং ১০ রাউন্ড টিয়ার শেল ছুড়তে হয়। এ সময় ইন্টার্নি চিকিৎসক, শিক্ষার্থী, পথচারী, অটোচালকসহ আহত হয় ২০ জন। শিক্ষার্থী রাকিব, সাখাওয়াতসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইশতিয়াক তাহসিনবৃহস্পতিবার রাত ১২টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভাঙচুর করে। তারা হাসপাতাল ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ার শেল ছোড়ে। কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বলেন, হাসপাতালের নিরাপত্তা এবং চত্বরে অবস্থান নেওয়া বেশ কিছু যানবাহন রক্ষার স্বার্থে ফাঁকা পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ও ১০ রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জানান, ১৫ সেপ্টেম্বর রাতে সেনানিবাস চেকপোস্টের পাশে সার্জি হোমস ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ডা. ইশতিয়াক। তার বাড়ি নগরের সাতগাড়া মিস্ত্রিপাড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।