প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার ইতিহাস আমাদের জাতীয়তাবোধ, দেশপ্রেম গিনেস বুকে রেকর্ড হয়ে থাকবে। তিনি গতকাল জাতীয় প্যারেড গ্রাউন্ডে 'লাখো কণ্ঠে সোনার বাংলা' গীত অনুষ্ঠান উদ্বোধন করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও সশস্ত্রবাহিনীর সহযোগিতায় ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ার এ কর্মসূচি নেওয়া হয়। লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের আগমুহূর্তে প্রধানমন্ত্রী অনেকটা আবেগাপ্লুত কণ্ঠে ঘোষণা দেন- বাঙালি সবসময় ইতিহাস সৃষ্টি করে। বাঙালি আবার নতুন ইতিহাস সৃষ্টি করবে। যে জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার চেতনা অগি্নশিখায় প্রজ্বলিত করে, সেই জাতীয় সংগীত লাখো কণ্ঠে আমরা গাইব, যা ইতিহাস হয়ে থাকবে। আমাদের জাতীয় সংগীত, যে সংগীতের মধ্যদিয়ে আমরা আমাদের ভালোবাসা জানাই আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। লাখো বাঙালির সঙ্গে জাতীয় সংগীতে গতকাল কণ্ঠ মিলিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত আনন্দঘন, উচ্ছ্বাসপূর্ণ 'লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন' অনুষ্ঠানে তিন লাখেরও বেশি মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী গেয়ে ওঠেন- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা সবাই সমবেত হয়েছি স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করব বলে। দেশপ্রেমে শুধু আমরা নই, সারা বিশ্ব জানতে পারবে মাতৃভূমির মাটি ও মানুষকে আমরা ভালোবাসি। ভালোবাসি এর আকাশ ও বাতাস। এ জন্যই স্বাধীনতা দিবস উদযাপন করতে আজকের এ আয়োজন। সবাই মিলে জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতার চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। শেখ হাসিনা বলেন, আমরা সে লক্ষ্য নিয়ে আমাদের চেতনা শানিত করে প্রজন্মের পর প্রজন্মকে এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করার চেতনায় উজ্জীবিত করব। আয়োজনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, এ প্যারেড স্কয়ারে নয়, এর বাইরেও সমগ্র বাংলাদেশে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। এমনকি প্রবাসে যারা রয়েছেন, প্রবাসী বাঙালিরাও এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।