মুসলমান পরিচয়ে প্রতারণার মাধ্যমে ছাত্রীর সঙ্গে একত্রে বসবাসের (লিভটুগেদার) অভিযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নিরূপম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডা. নিরূপম এক কন্যা সন্তানের জনক। তিনি এর আগেও দুটি বিয়ে করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর বসুপাড়া চিরুনি ফ্যাক্টরি এলাকার একটি ভাড়া বাসা থেকে খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. নিরূপম মণ্ডলকে একই কলেজের এক মুসলিম ছাত্রীসহ আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। আটককৃত ডা. নিরূপম মণ্ডল নিজেকে মুসলমান ও অবিবাহিত দাবি করে বিয়ের আশ্বাস দিয়ে মেডিকেলের ওই ছাত্রীর সঙ্গে গত ৩ মাস ধরে একত্রে বসবাস করে আসছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।