মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন। মেরকেলের সেলফোনে মার্কিন গোয়েন্দা নজরদারির খবর ফাঁস হওয়ার পর দুই দেশের মধ্যে সৃষ্ট মনোমালিন্য নিরসনের প্রত্যাশায় এ আমন্ত্রণ জানানো হলো। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ওবামা টেলিফোন করে সম্প্রতি স্কিয়িংয়ের সময় আহত হওয়া মেরকেলের আশু সুস্থতা কামনা করেন এবং আগামী কয়েক মাসের মধ্যে পারস্পরিকভাবে সুবিধাজনক সময়ে তাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান। অক্টোবরে মেরকেল ওবামাকে এ ঘটনা দুই মিত্রের মধ্যকার 'বিশ্বাস ভঙ্গ' বলে উল্লেখ করেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিপত্রের সুবাদে মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য প্রকাশ হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এবং ওবামার জন্য এটি ব্যক্তিগত বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা বর্তমানে মেরকেলের ফোনে নজরদারি করছে না এবং ভবিষ্যতেও করবে না। তবে তারা অতীতের গোয়েন্দা কর্মকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।