কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছে ইটনা উপজেলাবাসী। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে এ প্রতিবাদ জানানো হয়। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট উম্মে কুলছুম রেখা, কলেজ প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য এরশাদউদ্দিন মলি্লক, এস এ কামাল হোসেন, সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এলাকার মুক্তিযোদ্ধা থেকে শুরু করে পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ ধনী-গরিব সর্বস্তরের মানুষের সাহায্য-সহযোগিতা ও দান-অনুদানে প্রতিষ্ঠিত কয়েক দশকের পুরনো এই ঐতিহ্যবাহী কলেজটির সঙ্গে উপজেলার তিন লাখ মানুষের আবেগ ওতপ্রোতোভাবে জড়িত। সম্প্রতি হঠাৎ করে কলেজটির নাম পরিবর্তন করে একজন ব্যক্তির নামে নামকরণের উদ্যোগ নেওয়া হয়। নামকরণের এই স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। সমাবেশে ইতোমধ্যে এই নির্বাচনী এলাকায় যেসব শিক্ষা ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলোর পূর্বের নাম ফিরিয়ে আনাসহ নাম পরিবর্তনের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানানো হয়।
মানববন্ধনে কলেজের নাম পরিবর্তনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত পরিহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জানিয়ে বলা হয়, অন্যথায় ইটনাবাসী সম্মিলিতভাবে এ ধরনের অপতৎপরতাকে প্রতিহত করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।