আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ না-হয়েও ‘ব্লাইন্ড’, নিরীহ হয়েও ‘ডেঞ্জার’!

অন্ধ তিনি মোটেও নন। দিব্যি দেখছেন। অন্ধ হলে কি আর রক্ষণদুর্গ সামলানোর মতো একটা কাজ পান! অথচ তাঁর পিঠে বড় করে লেখা ‘ব্লাইন্ড’!
বার্সেলোনা-আয়াক্স চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচটিতে খেলেছেন এই ডিফেন্ডার। পুরো নাম ডালি ব্লাইন্ড। জার্সি নম্বর ১৭।

ব্লাইন্ড এই ডাচ ফুটবলারের পারিবারিক উপাধি। তাঁর বাবা ড্যানি ব্লাইন্ডও একসময় আয়াক্সে খেলেছেন। বাবার মতো তিনিও হয়েছেন ডিফেন্ডার।
অন্ধ না হলেও ব্লাইন্ডের চোখ কিন্তু বারবার এদিন ধাঁধিয়ে যাচ্ছিল মেসির আলোতে। লিওনেল মেসি এদিন আসলে অন্ধ করে দিয়েছিলেন আয়াক্সের পুরো রক্ষণভাগই।

তাঁদের বোকা বানিয়েই তো আয়াক্সের জালে এদিন তিন তিনটা গোল পুরেছেন মেসি!।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।