আমাদের কথা খুঁজে নিন

   

সরকার সাড়া না দেওয়ায় জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ: ফখরুল

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্যোগ সফল না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। দলটি আশা করছে, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে তাঁর মতামত দেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে সরকার সাড়া না দেওয়ায় তা সফল হয়নি। তিনি বলেন, জাতিসংঘের অধিবেশন চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে প্রতিনিধি জাতিসংঘে পাঠাতে আহ্বান জানিয়েছিল সংস্থাটি।

কিন্তু আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি।
বিএনপিকে জাতিসংঘে আমন্ত্রণ জানানো হয়নি বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তারও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আবদুল মোমেনের উদ্ধৃতি সঠিক নয়। জাতিসংঘের অধিবেশনে দুই দলকে আমন্ত্রণ জানানো হয়নি ঠিক; কিন্তু অধিবেশন চলাকালে সংকট সমাধানে আলোচনার জন্য দুই দলের প্রতিনিধিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে আওয়ামী লীগ সাড়া দেয়নি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.