গত ঈদে আমীন আজাদ এসএ টিভির জন্য নির্মাণ করেছিলেন খণ্ড নাটক 'জামাই দাওয়াত'। নাটকটি চাঁদরাতে প্রচার হবার পর দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাওয়া যায়। তাই দর্শকের কথা বিবেচনা করেই এসএ টিভি পরিচালক আমীন আজাদকে একই নাটকের একটি সিক্যুয়াল নাটক নির্মাণের কথা বলেন। বৃন্দাবন দাসের রচনায় ও আমীন আজাদের পরিচালনায় 'জামাই দাওয়াত' নাটকের সিক্যুয়াল হিসেবে নির্মিত হলো নাটক 'জামাই দাওয়াত পাইছে'। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর পূবাইলের হাসনা হেনা শুটিং বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। যথারীতি এ নাটকে অভিনয় করেছেন তাজিন আহমেদ, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, চঞ্চল চৌধুরী, হোমায়রা হিমু ও পরিচালক আমীন আজাদ নিজে। কোরবানির ঈদে যথারীতি তিন জামাই শ্বশুরবাড়ি আসে ঈদ করতে। কোরবানির গরুর নাম রাখা হয় বড় জামাই মাসুদ-এর নামে। এই নিয়ে ঘটতে থাকে নানান কাণ্ড। হাস্যরসাত্দক গল্পের নাটক 'জামাই দাওয়াত পাইছে' নাটকটি নিয়ে ছয় তারকাই ভীষণ খুশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।