আমাদের কথা খুঁজে নিন

   

চাকরি দেওয়ার নামে প্রতারণা

চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতারকচক্র। ভয়ে নিজ গ্রাম ছেড়ে পালিয়ে রাজাপুর রিপোর্টাস ইউনিটিতে গতকাল সংবাদ সম্মেলন করেছেন জেলার ভান্ডারিয়া উপজেলার সৈয়দ শাহাজালাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার গ্রামের জাকির হোসেন সড়ক বিভাগে কার্য সহকারী পদে চাকরি করেন। তিনি ভুয়া সার্ভিস বুক তৈরি করে দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি ৫ লাখ টাকা করে নিয়ে ঊধর্্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে অর্ধশতাধিক লোক নিয়োগ দিয়েছেন।

২০০৪ সালে জাকির চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। তার আসল পরিচয় গোপন করে গোপালগঞ্জ সড়ক বিভাগে ২০০৫ সালে চাকরি দেন। কিন্তু কাগজপত্রে যোগদানের তারিখ দেখানো হয় ২১-৬-১৯৮৭ সাল। বিষয়টি চার বছর পর ধরা পড়লে তিনি চাকরিচ্যুত হন। বর্তমানে জাকির নরসিংদী ও তার ভাই কবির পিরোজপুর সড়ক বিভাগে কর্মরত আছেন। এ ব্যাপারে গত ২৭ মার্চ তিনি ভান্ডারিয়া থানায় জিডি করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.