আমাদের কথা খুঁজে নিন

   

অপহৃত চামড়া ব্যবসায়ী ৯ দিনেও উদ্ধার হয়নি

ঢাকায় যাওয়ার পথে ভৈরব থেকে চামড়াভর্তি ট্রাকসহ অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিন নয় দিনেও উদ্ধার হয়নি। তবে অপহরণের পর চামড়াভর্তি ট্রাকটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির মাশালিয়া বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা হেলাল উদ্দিনের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়, গত ৩১ আগস্ট বিয়ানীবাজার থেকে ট্রাকভর্তি চামড়া নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের আবদুল মনাফের ছেলে ব্যবসায়ী হেলাল উদ্দিন। ভৈরব যাওয়ার পর তিনি অপহৃত হন। ১ নভেম্বর পুলিশ রাজবাড়ী জেলার বালিয়াকান্দির মাশালিয়া বাজার এলাকা থেকে চালকবিহীন অবস্থায় চামড়াভর্তি ট্রাকটি উদ্ধার করলেও ব্যবসায়ী হেলালের কোনো খোঁজ মিলেনি। ২ নভেম্বর হেলাল আহমদের মোবাইল ফোন থেকে তার আত্দীয় জায়েদ রেজার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত ব্যক্তি।

এ ঘটনায় পরদিন হেলালের ব্যবসায়িক অংশীদার কদর আলী বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু এখন পর্যন্ত হেলাল উদ্দিনের কোনো সন্ধান মিলেনি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, হেলালকে উদ্ধারের চেষ্টা চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.