ছাত্রলীগ নেতাকে দাওয়াত না দেওয়ায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর ও অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলের শিক্ষার্থীরা জানায়, ইনস্টিটিউটের শেষ পর্বের শিক্ষার্থীদের বিদায় জানাতে সাধারণ শিক্ষার্থীরা প্রধান ছাত্রাবাসের নিচে নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রাবাসের সুপার শাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠান চলাকালীন ইনস্টিটিউটের ছাত্রলীগ নামধারী রেজাকে দাওয়াত না দেওয়ার অজুহাতে একদল সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে। এ সময় শিক্ষকরা তাদের শান্ত করতে চাইলে তারা শিক্ষক শাখাওয়াত হোসেনসহ একাধিক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষক শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।