টিভি স্ক্রলিং এ দেখছি আমাদের মাননীয় বিরোধীদলীয় নেত্রী বলেছেন, 'সরকার বিজিবি রেডি করছে, আমরাও রেডি হচ্ছি , জনগনকে রেডি করছি' । এই বর্ক্তব্য শুনে মনে হচ্ছে একটি দেশ আরেকটি দেশের সাথে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে । বলি, বিজিবি কি অন্যদেশ থেকে এসেছে ! বিজিবিসদস্যরাও এ দেশের জনগনেরই সন্তান; কারো বাবা, কারো ভাই ,কারো স্বামী । তাহলে এই দুইপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে সন্তানের রক্ত নিয়ে বাবা কি পিপাসা মিটাবে ? ভাইয়ের রক্ত দিয়ে ভাই কি হলি খেলবে ?আর দেশের দুই নেত্রী একজন গুলশানে আরেকজন গনভবনে বসে টিভিপর্দায় রক্তপাত দেখবেন আর কারপক্ষ কত বেশি রক্ত ঝরাতে পেরেছে তার হিসাব কষবেন । আর এদেশের গন্ডমূর্খ আমজনতা তাদের কথায় এক ভাই আরেক ভাইয়ের দিকে গুলি চালাবেন অথবা এক সন্তান তার বাবার দিকে এক মস্ত বড় পিকেট ছুড়ে মারবেন, যার আঘাতে পরিণতিতে দুজনই মরবেন ।
এর সুবিধা পাবেন আবারো গুলশান-গনভবনের লোকেরা । বলি, মিশরের সংঘর্ষে তো মোঃ বদির সন্তান নিহত হলেন , আপনারা কি কখনও দেখেছেন জয় কিংবা তারেক,ককোকে রাস্তায় নেমে আন্দোলন করতে ? তাহলে আপনারা তো তরুণ সমাজ , জয় কিংবা তারেক বাবাজিরা আপনাদের আদর্শ । আপনার আদর্শ যাকে দেখে আপনি শিখবেন, সে যদি রাস্তায় না নামে আপনি নামবেন কেন ?
এক লক্ষ সাত চল্লিশ হাজার পাচশ সত্তর বর্গ কিলোমিটার জায়গাটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় , কেউ কখনও এই অংশটিকে এই দুই প্রধান দলের কাছে ইজারাও দেয় নি যে তারা এটিকে নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে । তারা সংঘর্ষে লিপ্ত হয় এই অংশটিকে চুষে খাওয়ার জন্য, এদেশের বিজিবি আর জনগনের রক্তের উপর সম্পদের পাহাড় গড়ে তাদের ভবিষ্যত বংশধরদের জন্য বিদেশে সুখবিলাস তৈরীর জন্য । এই দুই দলের নেতাদের বর্তমান বর্ক্তব্য ফিলিস্তিন-ইসরাঈল কিংবা দক্ষিন কোরিয়া-উত্তর কোরিয়ার চরম উত্তেজনাকর পরিস্থিতিকেও হার মানায় ।
তাই জনগন , স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে এই দুই দলকে দিয়ে ছিনিমিনি খেলতে দেয়ার আগে, এদের থেকে সাবধান হোন । তা না হলে যে ভয়ঙ্কর সংঘর্ষ এদেশের রাজনৈতিক বাতাসে ঘুরপাক খাচ্ছে তা টর্নেডো হয়ে অচিরেই আছড়ে পড়বে আমাদের মতো সাধারণ জনতার উপর, এর খেসারত তা বহন করতে হবে আমাদেরকেই । তাই এদের থেকে সর্বোচ্চ সাবধান । ।
(এ ইউ জেড প্রিন্স)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।