এই পুলিশদের সন্তানেরাও তো কোন শিক্ষকের কাছে বিদ্যা লাভ করে 'মানুষ' হচ্ছে বা হবে, মানব প্রজাতির সন্তানদের 'মানুষ' করে তুলবার প্রথম পবিত্র প্রশিক্ষন এই শিক্ষকেরা দিয়ে থাকেন। নগর পুড়লে তো দেবালয় এড়ায়না, আরও অনেক অবক্ষয়েরর মিছিলে আমাদের কিছু শিক্ষকেরাও যুক্ত থাকতে পারেন। কিন্তু আমরা কি কেউ বুকে হাত দিয়ে কোন প্রিয় শিক্ষকের কথা মনে করতে পারব না যার কাছে আমি আজীবন কৃতজ্ঞ? যিনি না হাত ধরলে আমি পথটাই চিনে হাঁটতে পারতাম না? রাজপথে রাজনৈতিক দলগুলো ইচ্ছেমত দখল রেখে মিছিল মিটিং করবে, কোন সমস্যা নেই! কিন্তু শিক্ষকেরা দাঁড়াতে পারবে না বেতন ভাতার মত দাবী দাওয়া নিয়ে,তাহলেই বিষাক্ত পিপার স্প্রে ছিটান হবে, পিটিয়ে মেরে ফেললেও কেউ কিছু বলবেনা। শিক্ষক পেটান ইস্যুটার বোধহয় তেমন মিডিয়া কাটতি নেই, নাকি? তবে শিক্ষকদের মধ্যে অনেক শ্রেণীবিভাগ চলে আসছে তো, আমাদের দেশে কিছু সেলিব্রিটি শিক্ষক আছেন, তাঁরা অনেকেই অনেক কিছুর মাথায় বিচরন করেন। প্রাইমারি শিক্ষকেরা অভিজাত গোত্রের মধ্যে পরেন নাই বলে বোধহয় এই রাজপথে মার খাওয়া শিক্ষকদের পেশাগত অধিকার ও সম্মানের স্বীকৃতি তো দূরে থাক, দাবী জানানোর মানবিক ও নাগরিক অধিকারটুকুকেও উত্তর আধুনিক স্প্রে দিয়ে দলিত করে যাচ্ছি। এখন আসলে শিক্ষকদের আগের সেই খালি পকেট আদর্শবাদী গ্ল্যামারটাও কমে গেছে, শিক্ষক হতে চায় এমন তরুনের সংখ্যাও কমে যাচ্ছে। আর শিক্ষকেরাও তো এমন না যে বৈদেশিক মুদ্রা কামাইতেও তেমন একটা অবদান আছে! সমাজে আমাদের শিক্ষকদের অবদানের বিষয়টাই আমাদের বোধের মধ্যে আসছেনা। দেখতে ইচ্ছে করছে দেশ জুড়ে সব শিক্ষকেরা একযোগে একটা ধর্মঘট ডেকে ফেললে কি হত? যাও, যার যার সন্তানদের নিজেরা পড়ালিখা শিখায় ডাক্তার- ইঞ্জিনিয়ার বানাওগে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।