১. কার শাসনামলে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালাহ' নামে পরিচিত হয়ে ওঠে?
ক. শামসুদ্দীন ইলিয়াস শাহ
খ. গিয়াসুদ্দিন আযম শাহ
গ. ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ. আলাউদ্দিন হুসেন শাহ
২. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
ক. কুষ্টিয়া খ. যশোর গ. খুলনা গ. রাজশাহী
৩. 'ঘৃণিত রাজাকার' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. মেহেরপুরে খ. চূয়াডাঙ্গায়
গ. কুষ্টিয়ায় ঘ. মাগুরায়
৪. চলনবিল কয়টি জেলায় বিস্তৃত?
ক. ২টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৩টি
৫. অরুনিমা ইকোপার্ক কোথায় অবস্থিত?
ক. কালিয়া, নড়াইল খ. হালুয়াঘাট, ময়মনসিংহ
গ. সীতাকুণ্ড, চট্টগ্রাম ঘ. চকোরিয়া, কঙ্বাজার
৬. বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
ক. কৈলাসটিলা খ. হরিপুর
গ. তিতাস ঘ. বাখরাবাদ
৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে?
ক. পঞ্চম জর্জ খ. স্যার এ এফ রহমান
গ. লর্ড ডানডাস ঘ. পিজে হার্টস
৮. বাংলাদেশে এ পর্যন্ত মোট কতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে?
ক. ৯টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৩টি
৯. আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের সংক্ষিপ্ত রূপ কি?
ক. ISPR খ. IFSR গ. ISPN ঘ. ISSB
১০. বাংলাদেশে প্রথম কবে 'জাতীয় অধ্যাপক' নিয়োগ করা হয়?
ক. ১৯৭৬ সালের ১৭ মার্চ খ. ১৯৭৫ সালের ১৭ মার্চ
গ. ১৯৭৫ সালের ২৭ মার্চ ঘ. ১৯৭৪ সালের ১৭ মার্চ
১১. বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা কত?
ক. ৪০টি খ. ৪৮টি গ. ৪৪টি ঘ. ৪৬টি
১২. স্বাধীনতা পুরস্কার ২০১৩ কত জন পেয়েছেন?
ক. ১০ জন খ. ৯ জন গ. ৭ জন ঘ. ৮ জন
১৩. T20 বিশ্বকাপ ২০১৩ এর প্রস্তাবিত ভেন্যু নয় কোনটি?
ক. শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
খ. সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট
গ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
ঘ. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১৪. জাতীয় ফরমালিন শনাক্তকরণ কেন্দ্র কোথায় চালু হয়েছে?
ক. যাত্রাবাড়ীতে খ. কাওরানবাজারে
গ. আগারগাঁওয়ে ঘ. সায়েন্স ল্যাবরেটরিতে
১৫. প্রথম বাংলা সামাজিক যোগাযোগ সাইট 'বেশতো' এর ওয়েব ঠিকানা-
ক. www.beshto.net খ. www.beshto.org
গ. www.beshto.com ঘ. www.beshto.info
১৬. 'ভূমি সীমান্ত চুক্তি ১৯৭৪' ভারত কবে অনুমোদন করে?
ক. ১৯৭৪ খ. ২০১২
গ. ১৯৯৬ ঘ. কোনটিই নয়
১৭. দেশে বর্তমানে কতটি কমিউনিটি রেডিও সম্প্রচার করছে?
ক. ১৬টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৫টি।
১৮. সম্প্রতি দেশিয় বিজ্ঞানীরা পাটের কোন জাতের জীবনরহস্য উন্মোচন করেন?
ক. তোষা খ. দেশি গ. মেস্তা ঘ. কোনটিই নয়
১৯. অষ্টম বাংলাদেশ গেমসের মাস্কট কি?
ক. বাঘ খ. সিংহ গ. কাঠবিড়ালি ঘ. ঘোড়া
২০. দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কতটি আসনের সীমানা পুনর্বিন্যাস করেছে?
ক. ৮৯টি খ. ৬৪টি গ. ৭৮টি ঘ. ৫৩টি।
উত্তরমালা : ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.ঘ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।