আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টার পার্সোনাল স্কিল



স্কুলে এমন অনেক ছেলে থাকে যারা খুবই আত্মকেন্দ্রিক থাকে। চুপচাপ,খুব কম কথা বলে,খেলা ধুলা, হাসি ঠাট্টা এগুলোর মদ্ধে নাই। এদের একটা বা বড় জোর দুইটা ফ্রেন্ড থাকে যারা ভাল হতেও পারে আবার খারাপও হতে পারে। I mean they are bounded হয়তো পরে অনেকেই চেন্স হয়ে যায়। কিন্তু যারা নিজেকে চেন্স করতে পারেন না কলেজ লেভেলে ধরা না খেলেও নিশ্চিত সে ভার্সিটি লেভেলে এসে ধরা খাবেই।

সত্যি বলতে আমিও স্কুল থাকার সময় ভাবতাম ভদ্র হয়ে চুপচাপ থাকাটা অনেক ভাল। আমি বলতে চাচ্ছি না আমি কোন টাইপের। কিন্তু এতো টুকু বলতে পারি এই টপিক্সটায় আমার ভাল অভিজ্জতা হয়েছে বৈকি। আসলে আমি কেন চুপচাপ থাকলে ধরা খাওয়ার কথা কেন বললাম। আসুন একটু বিশ্লেষণ করি।

আজকের এই মাল্টি ডাইমেনশনাল যুগে টিকে থাকতে হলে expression তা খুব জরুরী। আপনি যত নিজেকে express করতে পারবেন আপনি ঠিক তত এগোবেন। একটা বেসিক উদাহরন চিন্তা করে দেখুন স্কুলে একই প্রশ্নের উত্তর আপনিও জানতেন আমিও জানতাম। কিন্তু আপনি চুপ করে ছিলেন অজানা ভয়ে আর আমি ঠিকই দাঁড়িয়ে নিদিধায় উত্তর দিয়েছি। ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না।

দেখা যায় আপনার সাথে আপনার বন্ধুদের সম্পর্ক কেমন। পারিবারিক সম্পর্কটা কেমন। Actually all are deeply responsible to form a skill itself.যেটাকে আমরা বলি ইন্টার পারসোনাল স্কিল। এই জিনিসটা ছোটবেলা থেকে আয়ত্ত করতে পারলে গ্রাডুয়েশন থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে অনেক বাধা ও প্রতিবন্ধকতা খুব কম কষ্টে পার পাওয়া যায়। আমি বলছি না শেখার সময় শুধু ঐ ছোটবেলা থেকেই।

বরং এ ব্যাপারে কোন এক স্যার (ঠিক নাম মনে করতে পারছি না) এর কাছে শুনেছিলাম একটা ছেলে তার জীবনের অর্ধেক শিক্ষা পায় ভার্সিটি বা কলেজ লেভেলে এসে। আসলে সেটাই। এই কথাটার মর্ম তারাই বুঝবেন যারা এখন কোন না কোন কলেজ বা ইউনি তে পড়ছেন বা পড়ার পাট চুকিয়ে প্রফেশনে ঢুকে পড়েছেন। এবার আসি আসল কথায়। আপনার ইন্টার পারসোনাল স্কিল যদি 0 or 1 হয় out of 5 তাহলে কি হচ্ছে- # আপনি ফ্রেন্ডস সারকেলে নিজেকে উপস্থাপন করতে পারছে না।

এজন্ন হয়তো আপনার বন্ধুরা আপনাকে বুঝতে পারছে না বা চাইছে না। # আপনার ফামিলিকে বোঝাতে পারছেন না আপনার সঠিক চাহিদা কি। # আপনি ভাল খেলা সত্তেও খেলার মাঠে লিডারশিপ ফুটিয়ে তুলতে পারছেন না। # পিকনিকে গেছেন সবাই মজা করছে কিন্তু আপনি চুপ করে মজা দেখছেন। # গল্পের আসরে সবাই বলে যাছে আর আপনি শুধু শুনেই যাচ্ছেন।

# যে কোন প্রোগ্রামে আপনি শুধু দর্শক। আপনার কোন কন্ট্রিবিউশন নেই। # কোন জরুরী কাজে আপনাকে না ডেকে আরেক জনেকে ডাকছে অথচ সেই কাজ করার যোগ্যতা আপনার আছে। শুধু এই সমস্যা গুলোর মধ্যেই আপনি সীমাবদ্ধ নন। এছাড়া পারিবারিক প্রফেশন লাইফ সংসার ডিলিং উইথ কলিগ শ্বশুর বাড়ির লোক জন ব্লা ব্লা ব্লা সমস্যা।

এখন শুধু চিন্তার পালা how much interpersonal skill i have? হা রে ভাই জীবনে বহুত ধরা খেয়েছি। ভার্সিটি লাইফের শেষ দিকে এসে আমার সেন্স অফ হিউমার টা রাইজ করেছে। এ পর্যন্ত হয়তো অনেক কিছুই শিখেছি বা শিখি নাই বা এখনো অনেক বাকী আছে। তবে বিভিন্ন জায়গায় ধরা খেতে খেতে এতো টুকু অনুধাবন হয়েছে interpersonal skill টা বাড়ানো একজন মানুষের জন্য খুব জরুরী। আর পরিশেষে আমার এই লেখাটার উদ্দেশ্য সেই সব আমার মত হত ভাগাদের জন্য যারা অনেক দেরিতে হলেও বুঝেছি how much presentative i am or how much i should be. সবাইকে অনেক ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.