সুষ্ঠু নির্বাচন হবে এটা গ্যারান্টি দিতে পারি বলে বিরোধী দলকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এটুকু গ্যারান্টি দিতে পারি। বাংলাদেশের ইতিহাসে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি।
আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনগুলোতে দেখেছি প্রত্যেক সিটি মেয়রের জনপ্রিয়তায় কমতি ছিল না, তারা অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তারপরেও তারা নির্বাচনে হেরেছেন। জনগণ কেন ভোট দেয়নি সে কথা জনগণের কাছেই জানতে চাই।
সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হারার পেছনে প্রধানমন্ত্রী মিডিয়াকে দায়ী করেন। তিনি বলেন, এ জন্য মিডিয়ারও ভূমিকা রয়েছে।
সংবাদমাধ্যমগুলো নেতিবাচক খবরকেই বেশি প্রাধান্য দেয়, সরকারের অর্জনগুলোকে কখনোই গুরুত্ব দেয় না। আর সে কারণেই সরকারের ভাবমূর্তি খারাপ হয়।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ছয় দিন যেসব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা তুলে ধরেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।