আমাদের কথা খুঁজে নিন

   

পিএসজি জিতলেও হোঁচট লিওর

ঘরের মাঠে পিএসজির পক্ষে গোল দু'টি করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি।
বিরতির চার মিনিট আগে মারকুইনহোসের প্রথম শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন তিনি। আর ৭৯ মিনিটে সফল পেনাল্টিতে দলের জয় নিশ্চিত করেন কাভানি।
সব মিলিয়ে পিএসজির এটা পঞ্চম জয়, বাকি তিনটি ম্যাচ ড্র করেছে। আট ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তারকাখচিত দলটি। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিপুল অর্থ ব্যয় করে গড়া অপর দল মোনাকো।
পিএসজি সহজ জয় পেলেও লিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ২০০১-০২ থেকে ২০০৭-০৮ পর্যন্ত টানা সাতবারের চ্যাম্পিয়ন অলিম্পিক লিও। আট ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।