আমাদের কথা খুঁজে নিন

   

গণধর্ষণ মামলায় চার জনের যাবজ্জীবন

দুর্গাপুরের চণ্ডিগরে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। জেলা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রায়েত আলী, সুলতান মিয়া, জহর আলী ও আজিজুল।

চাঁদপুরে যুবকের ৭ বছর কারাদণ্ড

এদিকে চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম (৩০) নামের এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শফিকুল করিম এ রায় দেন। ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

হবিগঞ্জে বখাটের জেল

হবিগঞ্জ প্রতিনিধি জানান, নবীগঞ্জের রতনপুর গ্রামে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে দুলা মিয়াকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুলা ওই গ্রামের আবদুল মতলিবের ছেলে। নবীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী বিচারক মাহমুদুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.