নওগাঁয় ডাকাতের হামলায় নিহত হয়েছেন গৃহকর্তা। এ সময় লুট করা হয় স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর_
নওগাঁ : শহরের কালিতলা মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অমল কুমারের বাড়িতে গতকাল দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা অমলকে শ্বাসরোধে হত্যার পর লুট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। জানা যায় অমলের স্ত্রী কল্পনা রানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক। প্রতিদিনের মতো গতকাল তিনি কর্মস্থল রানীনগর উপজেলার বড়গাছা প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখান থেকে স্বামীর মোবাইলে বার বার ফোন করে ব্যর্থ হয়ে বড় ছেলে অপূর্বকে ফোন দেন। এ সময় অপূর্ব বাইরে ছিলেন। ফোন পেয়ে তিনি বাসায় ফিরে দেখেন আলমারি ভাঙা ও বাবার লাশ পড়ে আছে। এ ঘটনায় কল্পনা রানী সদর থানায় মামলা করেছেন।
কসবায় ৪ ডাকাতি : কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় শুক্রবার রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা লুট করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লাখ টাকা। তাদের হামলায় আহত হন তিনজন। শুক্রবার মধ্যরাতে কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় এ ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।